আমরা জানি চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন রোগের জন্য স্পেসিফিকভাবে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার আছেন রোগীর সঠিক চিকিৎসা করার জন্য। আমরা অনেক সময় বুঝতে পারি না কোন রোগের জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব।
মেডিসিন বিশেষজ্ঞরা সব রোগেরই ট্রিটমেন্ট করতে পারেন। তারা যখন অপারগ হয়, তখন অন্য ডাক্তার বা অন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার
করেন।
মেডিসিন বিষয়ের অন্তর্ভূক্ত
*ডায়াবেটিস, থাইরয়েড সহ সকল হরমোন রোগ নির্ণয় ও চিকিৎসা।
*আলসার, গ্যাস্ট্রো সহ পেটের সমস্ত রোগ নির্ণয় ও চিকিৎসা।
*জন্ডিস, সিরোসিস, হেপাটাইটিস বি ও সি, লিভার চর্বি সহ লিভারের যাবতীয় রোগ নির্ণয় ও চিকিৎসা।
*অ্যাজমা, শ্বাসকষ্ট, টিবিসহ সকল বক্ষব্যাধি রোগ নির্ণয় ও চিকিৎসা।
*বাতব্যাথা, গিরাব্যাথা, রিউমাটোলজি রোগ নির্ণয় ও চিকিৎসা।
*মাথা ব্যাথা, মৃগী রোগ সহ ব্রেন, নার্ভের সকল রোগ নির্ণয় ও চিকিৎসা।
*ফুলে যাওয়া, পাথর সহ কিডনী রোগ নির্ণয় ও চিকিৎসা।
*বুকে ব্যাথা, হাঁপিয়ে যাওয়া সহ হৃদরোগ নির্ণয় ও চিকিৎসা ।
*রক্তশূণ্যতা, থ্যালাসেমিয়া সহ যোকোন রক্তরোগ নির্ণয় ও চিকিৎসা ।
*চর্মরোগ, যৌন রোগ ও মানসিক রোগের চিকিৎসা।
*ইনফেকশন, জ্বরসহ যে কোন মেডিসিন রোগ নির্ণয় ও চিকিৎসা।